chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বোয়ালখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের বোয়ালখালীতে পানিতে ডুবে মাহিরুল হাসান আইয়ান নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ শনিবার (১৭ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার খরণদ্বীপ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুই বছর বয়সী আইয়ান খরণদ্বীপ বজল মাস্টারের বাড়ির মো. হাসান মিয়ার ছেলে।

প্রতিবেশী মো. আলমগীর জানান, দুপুরে ঘরের বাইরে খেলতে গিয়ে আইয়ান পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায়। আইয়ানের দেহ পুকুরে ভেসে উঠলে স্বজনরা হাসপাতালে নিয়ে যায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপ সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার সঞ্জয় সেন বলেন, আইয়ান নামের এক শিশুকে হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেছেন।

আরএস/এমআই

এই বিভাগের আরও খবর
Loading...