chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সে পাগলা মহিষ বাগে আনতে মেডিক্যাল টিম

নিজস্ব প্রতিবেদক: বোয়ালখালীর সেই পাগলা মহিষটিকে বাগে আনতে ৩ সদস্য বিশিষ্ট মেডিক্যাল টিম মাঠে নেমেছে।

আজ শুক্রবার (১৬ জুলাই) সন্ধ্যায় উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডা. সেতু ভূষন দাসের নেতৃত্বে ট্রাঙ্কুইলাইজার গানসহ (চেতনানাশক) ৩ সদস্য বিশিষ্ট ট্রেনিং প্রাপ্ত মেডিক্যাল টিম ঘটনাস্থলে পৌঁছেছে বলে জানিয়েছেন উপজেলা ভেটেরিনারি সার্জন আবদুল্লাহ আল মামুন। এ টিমের রয়েছেন ডা.ফয়সাল ও ডা.আকরাম।

ঘটনাস্থলে প্রানিসম্পদ বিভাগের অন্যান্য কর্মকর্তা কর্মচারীরাও উপস্থিত রয়েছেন জানিয়ে ভেটেরিনারি সার্জন আবদুল্লাহ আল মামুন সাগর বলেন, শ্রীপুর নুরুল্লা মুন্সির হাট থেকে পালিয়ে মহিষটি আমুচিয়া ইউনিয়নের কর্নফুলী খামারের পেছনের বিলে অবস্থান করছে।

এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে মহিষটির আক্রমণে কামরুল ইসলাম ইহাম (১৭) নামে এক কিশোর মারা যায়।

আরএস/এমআই

Loading...