chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ইপিজেডে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর ইপিজেড থানা এলাকায় অভিযান চালিয়ে দেশীয় তৈরি অস্ত্র ও গুলিসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার (১৫ জুলাই) ইপিজেড থানাধীন বন্দরটিলা টিসিভি ভবন সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১টি দেশীয় তৈরী একনলা বন্দুক, ২টি কার্তুজ ও ১ টি চাকু উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, কুমিল্লা জেলার দেবীদ্বার লঘুরামপুর সুন্দর আলী পুলিশের বাড়ির শাহাজাহান মিয়ার ছেলে মো. আরিফ (২০) ও নেত্রকোনা জেলার মদন এলাকার বাপ্পা ভূইয়া বাড়ির ছগিরের ছেলে মো. আলী আক্তার প্রকাশ বাপ্পি (২৮)।

বর্তমানে দুজনই নগরীতে বসবাস করেন। এরমধ্যে আরিফ নগরীর পশ্চিম মাদার বাড়ী ১নং গলির দেলু মিয়া জমিদারের ভাড়াটিয়া এবং বাপ্পি আগ্রাবাদ ডেবার পাড় রহিম কন্ট্রাকটরের বাড়ীতে বসবাসের পাশাপাশি নানান অপরাধমূলক কর্মকান্ডে জড়িয়ে পড়ে বলে জানায় পুলিশ।

ইপিজেড থানার ওসি উৎপল বড়ুয়া তথ্যটি নিশ্চিত করেন। তিনি বলেন, গোপন সূ্ত্রে খবর পেয়ে অভিযান পরিচালনা করে অস্ত্র ও গুলিসহ দুজনকে গ্রেফতার করা হয়।

তাদের বিরুদ্ধে ইপিজেড থানায় মামলা দায়েরের পর দুজনকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি উৎপল বড়ুয়া।

আরএস/এমআই

এই বিভাগের আরও খবর
Loading...