chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

নগরীতে অবৈধভাবে পশু বিক্রি, ৫৭ হাজার টাকা জরিমানা 

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরীতে অবৈধভাবে পশুর হাট বসিয়ে বিক্রি বন্ধে অভিযান অব্যাহত রেখেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত।

আজ বৃহস্পতিবার নগরর চান্দগাঁও থানাধীন এক কিলোমিটার ও চকবাজার থানার জয়নগর এলাকায় অভিযান চালানো হয়।

এসময় অবৈধভাবে খাইন বসিয়ে কোরবানীর পশু বিক্রির দায়ে চারটি খাইন মালিকের বিরুদ্ধে ৭ মামলায় মোট ৫৭ হাজার টাকা জরিমানা আদায় করেন এবং পশু গুলোকে দ্রুত সময়ের মধ্যে পার্শ্ববর্তী নির্ধারিত কোরবানীর হাটে নিয়ে যাওয়ার জন্য নির্দেশনা প্রদান করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস। অভিযানকালে পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করেন এবং নগরবাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা প্রদান করে।

তাছাড়া করোনা ভাইরাস প্রতিরোধকল্পে ও নগরবাসীকে স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করার লক্ষে চসিকের ভ্রাম্যমান আদালত অব্যাহত থাকবে বলেও জানায় ম্যাজিস্ট্রেটগণ।

অভিযানে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি টিম অভিযানে সহায়তা করেন।

আরএস/এমআই

এই বিভাগের আরও খবর