chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

দেশে আরও ২২৬ জনের প্রাণহানি, শনাক্ত ১২২৩৬

ডেস্ক নিউজ: দেশে ভয়ংকর রূপ অব্যাহত রেখেছে প্রাণঘাতী করোনা ভাইরাস। গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে আরও ২২৬ জন মানুষের মৃত্যু হয়েছে। ফলে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ২৭৮ জনে।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ১২ হাজার ২৩৬ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ লাখ ৭১ হাজার ৭৭৪ জনে।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এর আগে গত বুধবার (১৪ জুলাই) করোনা আক্রান্ত হয়ে ২১০ জনের মৃত্যুর তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর। একই সময়ে নতুন ১২ হাজার ৩৮৩ জন রোগী শনাক্ত হয়।

দেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর
Loading...