chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

রাউজানে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাউজানে গাছ থেকে পড়ে প্রাণ হারিয়েছেন এক যুবক। আজ বৃহস্পতিবার সকালে পাহাড়তলী শেখ পাড়া আব্বাস আলী চৌধুরী বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম আহম্মদ উল্লাহ চৌধুরী (৪০)। নিহত আহম্মদ উল্লাহ চৌধুরী (৪০) একই এলাকার মরহুম জমির হোসেন চৌধুরীর ছেলে।

এ তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া।

তিনি জানান, সকালে আমড়া পাড়তে গাছে উঠেন আহম্মদ উল্লাহ। অসাবধানতাবশত হঠাৎ নিচে পড়ে যান তিনি।

এসময় বাউন্ডারি ওয়ালের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হলে চমেক হাসপাতালে নিয়ে আসা হয়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর
Loading...