chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সীতাকুণ্ডে জাহাজা ভাঙা কারখানায় শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে (জাহাজ ভাঙা কারখানা) দুর্ঘটনায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী এলাকার সাগর উপকূলে অবস্থিত জিরি সুবেদার নামক একটি ইয়ার্ডে এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, বুধবার (১৪ জুলাই) বিকালে উপজেলার ভাটিয়ারীস্থ জিরি সুবেদার শিপ ব্রেকিং ইয়ার্ডে মাথায় হেলমেট ছাড়া কাজ করার সময় লোহার পাটাতনের আঘাতে মো. মফিজ মিঞা (৪০) মাথায় গুরুতর জখম হয়।

অন্য শ্রমিক ও ইয়ার্ড কর্মচারী আহত শ্রমিক মফিজকে দ্রুত চট্টগ্রামের বেসরকারী হাসপাতাল সাউর্দান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রোগীর অবস্থার অবনতি ঘটলে বৃহস্পতিবার (১৫ জুলাই) বেলা বারোটার দিকে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শ্রমিক মফিজের বাড়ী বিবাড়িয়া জেলার নাছিরনগর থানার বালাকোট এলাকায়। বর্তমানে নগরীর পাঁচলাইশ থানার বিবিরহাট এলাকার আবু তাহের মিঞার বাড়ীতে থাকে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সীতাকুণ্ড মডেল থানার ওসি আবুল কালাম আজাদ জানান, এই ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এসএএস/এএমএস/চখ

এই বিভাগের আরও খবর
Loading...