chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ইয়াবার সঙ্গে মিলল আইস, ব্রিজঘাটে তিনজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরীতে এবার ইয়াবার সঙ্গে নতুন মাদক আইস (ক্রিস্টাল মেথ) উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতারও করেছে পুলিশ।

নগরীর কোতোয়ালী থানার ব্রিজঘাট এলাকা থেকে বুধবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, মো. জালাল আহাম্মদ (৪৩), মো. ফারুক (৩০) ও মো. তালাল (৩৫)।
আজ বৃহস্পতিবার (১৫ জুলাই সকালে এ তথ্য জানিয়েছেন সিএমপির অতিরিক্ত উপ- কমিশনার (ডিবি-উত্তর) আরাফাতুল ইসলাম।
তিনি বলেন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় অভিযান চালিয়ে ব্রিজঘাট এলাকা থেকে মাদকসহ তিনজনকে গ্রেফতার করা হয়। এসময় গ্রেফতার মো. জালাল আহাম্মদের কাছে থাকা একটি পলিব্যাগে ৮০ গ্রাম আইস (ক্রিস্টাল মেথ) উদ্ধার করা হয়। যার বাজার মূল্য আনুমানিক ৮ লাখ টাকা। এছাড়া মো. ফারুক ও মো. তালাল এর কাছ থেকে ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

এসএএস/নচ

এই বিভাগের আরও খবর
Loading...