chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

নগরীতে অবৈধ পশুর হাট বসিয়ে জরিমানা দিলেন ৩ ব্যক্তি

নিজস্ব প্রতিবেদক: নগরীর পতেঙ্গা থানাধীন স্টিল মিল বাজার ও কাঠগড় এলাকায় অবৈধভাবে কোরবানীর পশু বিক্রির বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশন।

অভিযানে অবৈধভাবে খাইন বানিয়ে পশু বিক্রির দায়ে তিনটি খাইন মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং দ্রুত সময়ের মধ্যে কর্পোরেশনের নির্ধারিত কোরবানীর হাটে পশুগুলি নিয়ে যাওয়ার জন্য নির্দেশনা প্রদান করা হয়।

আজ বুধবার চসিকের উদ্যোগে পরিচালিত এ অভিযানের নেতৃত্ব দেন কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস।

অভিযানে পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করেন এবং নগরবাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা প্রদান করেন ম্যজিস্টেটগণ।

তাছাড়া করোনা ভাইরাস প্রতিরোধকল্পে ও নগরবাসীকে স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করার লক্ষে চসিকের ভ্রাম্যমান আদালত অব্যাহত থাকবে বলে জানান ম্যাজিস্ট্রেটগণ।

অভিযানে সহায়তা করেন সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বিশেষ একটি টিম

আরএস/এমআই

এই বিভাগের আরও খবর