chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

‘টানা চারটি বিশ্বকাপ জিতলেও মেসি ম্যারাডোনা হতে পারবে না’

খেলা ডেস্ক: আর্জেন্টিনার দুই প্রাণভোমরা লিওনেল মেসি ও ডিয়েগো ম্যারাডোনা। দুইজন দুই প্রজন্মের সেরা ফুটবলার। এবারের কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলকে হারিয়ে আন্তর্জাতিক শিরোপার খরা কাটিয়েছেন মেসি। অন্যদিকে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জিতেছেন ম্যারাডোনা।

আর্জেন্টাইন দুই কিংবদন্তিকে নিয়ে তুলনা চলবে সেটাই স্বাভাবিক। সেই আলোচনাতেই এবার ঘি ঢাললেন মারিও কেম্পেস। তার ভাবনা, মেসি কখনোই ম্যারাডোনার মতো হতে পারবে না।

ম্যারাডোনা কখনো কোপা আমেরিকা জিততে পারেনি। অন্যদিকে মেসির হাতে এখনো উঠেনি বিশ্বকাপের ট্রফি। তবে ক্লাব ফুটবলে মেসির অর্জন ম্যারাডোনার চাইতেও বেশি। যদিও ম্যারাডোনা হলেন বোকা জুনিয়র্স ও নাপোলির কিংবদন্তি।

তবে এই দুজনের তুলনায় রাজি নন আর্জেন্টিনার হয়ে ১৯৭৮ বিশ্বকাপজয়ী কিংবদন্তি মারিও কেম্পেস। তার মতে, ফুটবলে ম্যারাডোনা তুলনাহীন।

তিনি বলেন, ‘টানা চারটি বিশ্বকাপ জিতলেও মেসি কখনোই ম্যারাডোনার মতো হতে পারবে না। যদিও সে কখনো বিশ্বকাপই জিততে পারেনি। শিরোপা জয়ের হিসেব না, সে কখনোই ম্যারাডোনার মতো হতে পারবে না’

এমআই/চখ

এই বিভাগের আরও খবর