chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

দেশে আরও ২১০ জনের প্রাণ কাড়ল করোনা, শনাক্ত ১২৩৮৩

ডেস্ক নিউজ: মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ ও মৃত্যুর মিছিল ক্রমেই দীর্ঘ হচ্ছে। গত ২৪ ঘণ্টায় এ ভাইরাস সারাদেশে আরও ২১০ জনের প্রাণ কেড়ে নিয়েছে।

এর আগে রোববার (১১ জুলাই) একদিনে সর্বোচ্চ ২৩০ জন, সোমবার (১২ জুলাই) একদিনে দ্বিতীয় সর্বোচ্চ ২২০ জন এবং গতকাল মঙ্গলবার ২০৩ জন মারা গিয়েছিলেন করোনা সংক্রমণ নিয়ে। এ নিয়ে টানা চার দিন দুই শতাধিক মানুষের মৃত্যু হলো এই ভাইরাসে।

অন্যদিকে গত ২৪ ঘন্টায় সারাদেশে সংক্রমণের সংখ্যায় দ্বিতীয় সর্বোচ্চ ১২৩৮৩ জনের শরীরে করোনা ভাইরাসের বিষ পাওয়া গেছে। এর আগে সোমবার (১২ জুলাই) একদিনে ১৩ হজার ৭৬৮ জন শনাক্তের রেকর্ড হয়েছিল।

এরপর গতকাল মঙ্গলবার শনাক্ত হয় ১২ হাজার ১৯৮ জন। গত ২৪ ঘণ্টার শনাক্ত সংখ্যাই দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন ১০ লাখ ৫৯ হাজার ৫৩৮ জন।

মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার হিসেবে এই তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ২১০ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে পুরুষ মারা গেছেন ১৩১ জন, নারী মারা গেছেন ৭৯ জন। এনিয়ে মোট মৃত্যু পৌঁছেছে ১৭ হাজার ৫২ জনে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮ হাজার ২৪৫ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ৯৭ হাজার ৪১২ জন। গত ২৪ ঘণ্টায় ৪২ হাজার ৪৯০ জনের নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২৯ দশমিক ১৪ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ২১০ জনের মধ্যে বয়সের হিসাবে বিশোর্ধ্ব সাতজন, ত্রিশোর্ধ্ব ১৪ জন, চল্লিশোর্ধ্ব ২৯ জন, পঞ্চাশোর্ধ্ব ৫২ জন এবং ষাটোর্ধ্ব ১০৭ জন রয়েছেন।

বিভাগওয়ারী হিসাবে দেখা গেছে, ঢাকা বিভাগে ৬৯ জন, চট্টগ্রামে ৩৯ জন, রাজশাহীতে ১৫ জন, খুলনায় ৪৬ জন, বরিশালে ১০জন, সিলেটে নয়জন, রংপুরে ১৪ জন এবং ময়মনসিংহ বিভাগে আটজন রয়েছেন।

এমআই/আরএস

এই বিভাগের আরও খবর