chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

হাসপাতালে মাস্ক বিতরণ করছে ইকো

নিজস্ব প্রতিবেদক : করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির মুখে সুরক্ষা সামগ্রী হিসেবে কেএন-৯৫ মাস্ক বিতরণ কার্যক্রম হাতে নিয়েছে ইফেক্টিভ ক্রিয়েশন অন অপিনিয়ন ‘ইকো’। সংস্থাটি সরকারি-বেসরকারি হাসপাতালে ৬ হাজার পিস মাস্ক বিতরণ করবে।

এর অংশ হিসেব বুধবার (১৪ জুলাই) দুপুর ১২ টায় চট্টগ্রাম জেনারেল হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্য-কর্মীদের মাঝে ১ হাজার পিস মাস্ক বিতরণ করে। পরবর্তীতে অন্য হাসপাতালে মাস্ক বিতরণ করা হবে।

চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীর বলেন, করোনা সংক্রমণ রোধে বিশেষজ্ঞরা মাস্ক পরার ওপর জোর দিয়েছেন। বৈশ্বিক মহামারী কাটিয়ে উঠতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। সরকারের পাশাপাশি সামাজিক ও মানবিক সংগঠনগুলোর এমন কার্যক্রমকে সাধুবাদ জানাই।

অনুষ্ঠানে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার মোজাফফর আহমেদ, চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেখ ফজলে রাব্বি, জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ডা. আবদুর রব, ইকো’র সভাপতি মো. সরওয়ার আলম চৌধুরী মনি, সম্পাদক ড. মোহাম্মদ ওমর ফারুক রাসেল, সম্পাদক মন্ডলীর সদস্য সাহেদ মুরাদ সাকু উপস্থিত ছিলেন।

আরকে/এএমএস/চখ

এই বিভাগের আরও খবর