chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: ভবনে কাজ করার সময় নিচে পড়ে মো. সরোয়ার নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৩ জুলাই) সাড়ে চারটায় নগরের পাঁচলাইশ থানার হিলভিউ আবাসিকের ডা. নেজাম সাহেবের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সরোয়ার মৃত খোরশেদ আলমের ছেলে। তার বাড়ি বাঁশখালী উপজেলার পশ্চিম চাম্বল ইউনিয়নে।

চট্টগ্রাম মেডিকল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া চট্টলার খবরকে এর সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ওই শ্রমিক ৮ তলার ভবনে কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনার পর তার মৃত্যু হয়।

আরকে/এমআই

এই বিভাগের আরও খবর
Loading...