chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে একদিনে করোনা শনাক্ত হাজার ছুঁই ছুঁই

ডেস্ক নিউজ: চট্টগ্রামে লাফিয়ে লাফিয়ে বাড়ছে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ। গত ২৪ ঘন্টায় ৯৫৫ জন করোনা করোনা শনাক্ত, মৃত্যু হয়েছে ১০ জনের।

মঙ্গলবার (১৩ জুলাই) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, সোমবার চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে দুই হাজার ৬৪৯ জনের নমুনা পরীক্ষায় ৯৫৫ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এদের মধ্যে নগরের ৬৩৬ ও উপজেলার ৩১৯ জন।

এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭৯০ জনে। মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬৬ হাজার ৭৮৪ জনে।

 

এই বিভাগের আরও খবর
Loading...