chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে একদিনেই ৮২১ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৯

ডেস্ক নিউজ: লাফিয়ে লাফিয়ে বাড়ছে চট্টগ্রাম করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় আরও ৮২১ জনের শনাক্ত হয়েছে, মৃত্যু হয়েছে ৯ জনের।

রবিবার (১১ জুলাই) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত করোনা বিষয়ক সর্বশেষ প্রতিবেদন থেকে এতথ্য জানা গেছে।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, রোববার চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে দুই হাজার ১৭৪ জনের নমুনা পরীক্ষায় ৮২১ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এদের মধ্যে নগরের ৫২৭ জন ও উপজেলার ২৯৪ জন রয়েছেন।

এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৬৫ হাজার ৮২৯ জনে। মৃতের সংখ্যা দাঁড়াল ৭৮০ জনে।

নচ/চখ

এই বিভাগের আরও খবর
Loading...