chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

পবিত্র ঈদুল আজহা ২১ জুলাই

ডেস্ক নিউজ: দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে নিয়ম অনুযায়ী আগামী ২১ জুলাই পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

এ তথ্য নিশ্চিত করেছেন ফেনীর জেলা প্রশাসক (ডিসি) আবু সেলিম মাহমুদ-উল হাসান।

তিনি বলেন, আমাদের এখানে চাঁদ দেখা গেছে। আমি এখানকার চাঁদ দেখা কমিটির মিটিংয়ে আছি। আমরা এখন ঢাকায় জাতীয় কমিটির কাছে চাঁদ দেখার তথ্য জানিয়ে দেব।

উল্লেখ্য, আজ রোববার সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বসে। ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী ফরিদুল হক খানের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর
Loading...