chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ভাসানচর থেকে পালানো ১৮ রোহিঙ্গা আটক

নিজস্ব প্রতিবেদক : ১৯ দিনের ব্যবধানে ফের ভাসানচর থেকে পালিয়ে আসা শিশুসহ ১৮ রোহিঙ্গা শরণার্থীকে আটক করেছে পুলিশ।

রোববার (১১ জুলাই) বেলা ১১ টায় মিরসরাই উপজেলার অর্থনৈতিক অঞ্চল থেকে তাদের আটক করা হয়।

জোরারগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দীন ফারুক চট্টলার খবরকে এর সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নোয়াখালীর ভাসানচর থেকে একটি রির্জাভ ট্রলার করে মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে নামে এসে নামেন রোহিঙ্গারা। সেখান থেকে টেকনাফের কুতুবপালং রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার চেষ্টা করছিল। তবে স্থানীয়রা তাদের দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। আটকদের মধ্যে ৪ জন পুরুষ, ৭ জন মহিলা ও ৭ জন শিশু রয়েছে।

এর আগে গত ২২ জুলাই ভাসানচর থেকে পালানো ১৪ ও ৩০ মে তিন দালালসহ ১০ রোহিঙ্গাকে আটক করেছিল জোরারগঞ্জ থানা পুলিশ।

আরকে/এএমএস/চখ

এই বিভাগের আরও খবর
Loading...