chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চসিকের অভিযানে ১৩ ব্যক্তিকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাস জনিত রোগের বিস্তার রোধে সরকারি স্বাস্থ্যবিধি যথাযথ পালনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রেখেছে চট্টগ্রাম সিটি করপোরেশন।

আজ শুক্রবার নগরীর কে.সি.দে রোড, লালদিঘী, জেল রোড, বান্ডেল রোড, ব্রিকফিল্ড রোড, পাথরঘাটা, কবি নজরুল ইসলাম রোড ও আলকরণ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

অভিযানের নেতৃত্ব দেন সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস। এসময় স্বাস্থ্যবিধি উপেক্ষা করায় ১৩ পথচারীকে মোট এক হাজার ৬ শ টাকা জরিমানা করা হয়।

করোনা ভাইরাস প্রতিরোধকল্পে ও নগরবাসীকে স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করার লক্ষে চসিকের ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে বলে জানান ম্যাজিস্ট্রেটগণ।

অভিযানে সহায়তা করেন সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও সিএমপি।

আরএস/এমআই

এই বিভাগের আরও খবর