chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

করোনা আক্রান্ত স্ত্রীকে রেখে পালালো স্বামী

নিজস্ব প্রতিবেদক : করোনায় আক্রান্ত হয়ে মঙ্গলবার চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি হয়েছিলেন আসমা আক্তার (৩৮)।

অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে রাখা হয়েছিল করোনা ওয়ার্ডের রেড জোনে। ভর্তির পর আসমার স্বাস্থ্যের অবনতি বিষয়টি জানানো হয় স্বামী মোজাম্মেলকে।

এরপর থেকে ফোন নম্বর বন্ধ করে দিয়ে উধাও হয়ে যায় মোজাম্মেলসহ তার স্বজনরা।

দুদিন চিকিৎসা শেষে বৃহস্পতিবার (৮ জুলাই) দুপুর একটায় মারা যায় আসমা। সে নগরের ডবলমুরিং থানার মৌলভীপাড়ার বাসিন্দা ছিল বলে জানায় পুলিশ।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, করোনা পজিটিভ নিয়ে ওই মহিলা করোনা ওয়ার্ডে ভর্তি ছিল।আজ দুপুরে সেখান তার মৃত্যু হয়। মৃত্যুর পরও তার স্বজনদের সাথে যোগাযোগ করা যায়নি।

আরকে/এএমএস/চখ

এই বিভাগের আরও খবর
Loading...