chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

মাছের প্রজেক্টে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২

নিজস্ব প্রতিবেদক: বাঁশখালীতে মাছের প্রজেক্টে বিদ্যুৎস্পৃষ্টে মো.শাহাজান (২৮) ও রায়হান উদ্দীন আকাশ (১৯) নামে দুই ব্যক্তি নিহত হয়েছেন। উপজেলার সাধনপুর ইউনিয়নের হালুয়াঘোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো.শাহাজান সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়নের পূর্ব গাটিয়াডাঙ্গার আবদুস সোবহানের ছেলে ও রায়হান উদ্দীন আকাশ একই এলাকার লোকমান হাকিমের ছেলে।

আজ বৃহস্পতিবার বিকেলে পুলিশ লাশগুলো উদ্ধার করে বলে জানিয়েছেন বাঁশখালী থানার উপপরিদর্শক (এসআই) মো. রকিবুল ইসলাম।

তিনি বলেন, বেলা আড়াইটার দিকে মরদেহ পুকুরে ভাসতে দেখে পুলিশকে স্থানীয় লোকজন খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ ২টি উদ্ধার করে।

মোটর দিয়ে পানি সেচতে গিয়ে তারা বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন বলে জানান এসআই মো. রকিবুল ইসলাম।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর
Loading...