chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

হাইতির প্রেসিডেন্টের সন্দেহভাজন ৪ খুনি নিহত

ডেস্ক নিউজ: ক্যারিবীয় অঞ্চলের দেশ হাইতির প্রেসিডেন্ট খুনের ঘটনায় সন্দেহভাজন চারজন পুলিশের গুলিতে নিহত হয়েছ।

বৃহস্পতিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

বুধবার দেশটির পুলিশ প্রধান বলেন, নিরাপত্তা বাহিনীর সদস্যরা প্রেসিডেন্টকে হত্যায় সম্পৃক্ত সন্দেহভাজন চারজনকে হত্যা করতে সক্ষম হয়। একই সঙ্গে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ প্রধান লিওন চার্লস বলেন, নিহত চারজন ভাড়াটে। বুধবার রাতে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে এসব সন্দেহভাজন সন্ত্রাসীদের ভয়াবহ বন্দুকযুদ্ধ হয়।

তিনি আরও বলেন, প্রেসিডেন্টকে হত্যা করে পালিয়ে যাওয়ার সময় আমরা তাদের ঘিরে ফেলি। এরপর থেকেই তাদের সঙ্গে বন্দুকযুদ্ধ চলছিল।

বুধবার নিজ বাড়িতে ক্যারিরীয় অঞ্চলের দেশ হাইতির প্রেসিডেন্ট জোভেনেল মোইসিকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। গুলিতে ফাস্ট লেডি গুরুতর আহত হন।

উত্তর আমেরিকার একটি দরিদ্রতম দেশ হাইতি। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর দেশটিতে পরিবর্তনের ঘোষণা দেন জোভেনেল মোইসি।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ‘বিদেশি গ্রুপের’ সহায়তায় একটি কমান্ডো গ্রুপ এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।

প্রসঙ্গত, উত্তর আমেরিকা মহাদেশের দারিদ্র্যপীড়িত দেশ হাইতি। দেশটিতে সম্প্রতি ব্যাপক রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটছে। এর আগে ২০১৭ সালের ফেব্রুয়ারি থেকে হাইতির প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছিলেন ৫৩ বছর বয়সী জোভেন মোসে।

 

এই বিভাগের আরও খবর