chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ফের করোনা সংক্রমণে রেকর্ড গড়ল চট্টগ্রাম

ডেস্ক নিউজ: কঠোর লকডাউনেও প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ কমছে না চট্টগ্রামে। প্রতিনিয়ত বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘন্টায় ৭১৩ জনের করোনা শনাক্ত, সেই সাথে ৯ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৮ জুলাই) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গতকাল (বুধবার) চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে দুই হাজার ১০৯ জনের নমুনা পরীক্ষায় ৭১৩ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এদের মধ্যে নগরের ৪৭৭ ও উপজেলার ২৩৬ জন।

এ নিয়ে চট্টগ্রাম জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৭৪৪ জনে। মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৬২ হাজার ৯১৩ জনে।

এই বিভাগের আরও খবর
Loading...