chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

হাই ফ্লো ন্যাসাল ক্যানুলা পেল চট্টগ্রাম জেনারেল হাসপাতাল

নিজস্ব প্রতিবেদক : করোনা সংক্রমণ বৃদ্ধিতে হাসপাতালগুলোতে বেড়েছে রোগীর চাপ। বাড়তি রোগীর চাপ সামলাতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। চিকিৎসা সেবা সমুন্নত রাখতে গিয়ে করোনার সরঞ্জামের চাহিদা বেড়েছে। এমন পরিস্থিতিতে চট্টগ্রাম জেনারেল হাসপাতালকে দুটি হাই ফ্লো ন্যাসাল ক্যানুলা প্রদান করেছে ফিল্ড হাসপাতাল।

বুধবার (৭জুলাই) দুপুর সোয়া ১২ টায় চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের উদ্যোক্তা ডা. বিদ্যুৎ বড়ুয়া হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হাই ফ্লো ন্যাসাল ক্যানুলা তুলে দেন।

এসময় চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীর ও সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি উপস্থিত ছিলেন।

স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীর বলেন, চট্টগ্রামের বিশেষায়িত জেনারেল হাসপাতালে বিআইটিআইডি, বান্দরবান ও ফেনীসহ বিভাগের সরকারি চিকিৎসকরা প্রশিক্ষণ পাচ্ছেন। এখান থেকে প্রশিক্ষণ নিয়ে চিকিৎসকরা কোভিড রোগীদের চিকিৎসায় দৃষ্টান্ত স্থাপন করবেন। এমন দুর্দিনে হাসপাতালটিতে হাই ফ্লো ন্যাসাল ক্যানুলা অন্তর্ভুক্তি সেবাকে আরও বেগবান করবে।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ফিল্ড হাসপাতালের এমন মানবিক কার্যক্রমে এগিয়ে আসায় ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ও কোভিড-১৯ ফোকাল পারসন ডা. মোঃ আবদুর রব, হাসপাতাল আইসিইউ ইউনিটের কনসালট্যান্ট ডা. রাজদ্বীপ বিশ্বাস ও কনসালট্যান্ট ডা. মৌমিতা দাশ উপস্থিত ছিলেন।

আরকে/এএমএস/চখ

এই বিভাগের আরও খবর
Loading...