chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

রাউজানে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের রাউজানে পুকুরে ডুবে আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সন্ধ্যায় উপজেলা সদর ৭ নম্বর ইউনিয়নের শমসের নগর গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া শিশুটির নাম মুনতাহা। সে ওই এলাকার প্রবাসী মনছুর আলমের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় বাড়ির পাশে খেলতে খেলতে পরিবারের সদস্যদের অগোচরে পুকুরে পড়ে যায় শিশু মুনতাহা।

পরে দীর্ঘক্ষণ শিশুটি বাড়িতে ও আশপাশে কোথাও দেখতে না পেয়ে খোঁজ করতে থাকে পরিবারের লোকজন। একপর্যায়ে তার ভাসমান দেহ পুকুরে দেখতে পেয়ে উদ্ধার করা হয়।

সেখান থেকে দ্রুত গহিরা জে কে মেমোরিয়াল হাসপাতালে নেয়া হলেও কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন শিশুটি হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। রাতেই পারিবারিক কবরস্থানে শিশুটি দাফন করা হয়েছে বলে জানা গেছে।

আরএস/এমআই

এই বিভাগের আরও খবর
Loading...