chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

নগরীতে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক: নগরীতে চাঁদাবাজির অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল সোমবার সন্ধ্যায় চান্দগাঁওয়ের বহদ্দারহাট-কালুরঘাটমুখী পাকা রাস্তা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার পূর্বশানকির মো. আব্দুল কাদের মহি উদ্দিন (২৩) ও জোরারগঞ্জ থানার খিল মোড়ালি এলাকার মো. রুবেল (৩১)।

র্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. নুরুল আবছার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বহদ্দারহাট এলাকায় চিহ্নিত চাঁদাবাজ চক্র ভয় দেখিয়ে জোর করে চাঁদা আদায় করছে। এমন তথ্যের ভিত্তিতে সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

জিজ্ঞাসাবাদে তারা জানায়, বিভিন্ন শ্রমিক সংগঠনের নাম ভাঙিয়ে বহদ্দারহাট এলাকা ও আশপাশের বিভিন্ন সড়কে সিএনজি অটোরিক্সা, টেম্পু, ট্রাক ও ভাসমান বিভিন্ন ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করে আসছে।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর
Loading...