chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ওষুধ কেনার কথা বলে জুয়ার আসরে!

নিজস্ব প্রতিবেদক: কেউ ভ্যানচালক, কেউ দোকানের কর্মচারী। কেউবা আবার দিনমজুর। দিনে হাড়ভাঙা পরিশ্রমে ৩০০ থেকে ৫০০ টাকা আয় করেন।

অন্যান্য সময়ে নিম্ন আয়ের এসব মানুষ কাজ শেষে বসে পড়েন জুয়ার আসরে। তবে লকডাউনের বিধিনিষেধে বাধে বিপত্তি। কড়াকড়ির মধ্যে জুয়ার আসর বসাতে তাই নেওয়া হলো ভিন্ন কৌশল।

কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়তে হলো জুয়াড়ি চক্রের এমন সাত সদস্যকে। মঙ্গলবার (৬ জুলাই) গভীর রাতে নগরের ডবলমুরিং থানার চৌমহনী নাজিরপুল কলাবাগান এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় নগদ অর্থ ও জুয়া খেলার সরঞ্জাম জব্দ করা হয়।

এরা হলেন- মো. মান্নান (২৭) , মো. জাফর (৫৫), মো. করিম (৩২), মো.জাহাঙ্গীর হোসেন (৪০), তাজুল ইসলাম (৬০), মো. আলমগীর।(৪৭), মো. কামাল (৩৮) ও মো. সুমন(২৯)।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, লকডাউনের কারণে তাদের সমস্যা হচ্ছিল। জুয়াড়িরা টহল পুলিশকে ওষুধ কেনার কথা বলে ঘর থেকে বের হওয়ার কথা জানিয়েছিল।

কিন্তু তাদের কথায় সন্দেহ হলে পুলিশ তাদের পিছু নেয়। এক পর্যায়ে তাদের একটি কারখানার ভেতরে জুয়ার আসরে পাওয়া যায়।

আরকে/এমআই

এই বিভাগের আরও খবর