chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ফটিকছড়ি থেকে লজ্জাবতী বানর উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : ফটিকছড়িতে স্থানীয়দের কাছ থেকে একটি লজ্জাবতী বানর উদ্ধার করেছে বন বিভাগ।

আজ মঙ্গলবার (০৬ জুলাই) বানরটিকে কাছের কোনো বনে উন্মুক্ত করে দেয়া হবে বলে জানিয়েছেন বন বিভাগের দাঁতমারা বিট কর্মকর্তা মো. ইউনুস।

এর আগে উপজেলার দাঁতমারা ইউনিয়নের বড় বেতুয়া গ্রাম থেকে সোমবার রাত ১১টার দিকে বানরটিকে উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানিয়েছে, রাত ১০টার দিকে বড় বেতুয়া এলাকার একটি কালভার্টের উপরে ওই প্রাণীটি দেখতে পেয়ে আটক করেন স্থানীয় কয়েকজন। শুরুতে প্রাণীটি কেউ চিনতে করতে না পারলেও এর একটি ভিডিওচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করলে পরিচয় জানতে পারে। পরে বনবিভাগের স্থানীয় বিট কর্মকর্তাকে ফোনে বিষয়টি জানালে তাদের লোক এসে লজ্জাবতী বানরটিকে নিয়ে যায়।

বন বিভাগের দাঁতমারা বিট কর্মকর্তা মো. ইউনুস জানান, খবর পেয়ে সোমবার রাত ১১টার দিকে লোক পাঠিয়ে লজ্জাবতী বানরটি উদ্ধার করা হয়। আপাতত বানরটি বন বিভাগের হেফাজতে রয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে বানরটি একটু অসুস্থ আর খুব ভয় পেয়েছে। আজ পশু চিকিৎসককে দেখিয়ে সব ঠিক থাকলে বানরটিকে কাছের কোনো বনে উন্মুক্ত করে দেয়া হবে।

এসএএস/ নচ

এই বিভাগের আরও খবর