chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

স্বাস্থ্যবিধি না মানায় ১৫ জনকে চসিকের জরিমানা 

নিজস্ব প্রতিবেদক: নগরবাসীকে সরকারি বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি মানাতে অভিযান অব্যাহত রেখেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত।

আজ সোমবার (৫ জুলাই) নগরীর জিইসি মোড়, ষোলশহর ২নং গেইট, মুরাদপুর, বহদ্দারহাট জংশন, বহদ্দারহাট বাস টার্মিনাল, মৌলভী পুকুর পাড়, সিএন্ডবি মোড়, বাহার সিগন্যাল, কাপ্তাই রাস্তার মাথা, কাজীরহাট, কামাল বাজার, মৌলভী বাজার, কালুরঘাট ও কালুরঘাট ভারী শিল্প এলাকায় অভিযান চালিয়ে ১৫ জনকে জরিমানা করেন আদালত।

স্বাস্থ্যবিধি না মানা ও সরকারি বিধিনিষেধ অমান্য করায় এসব ব্যাক্তির কাছ থেকে মোট ২ হাজার ৩ শ টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানের নেতৃত্বে ছিলেন কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস।

করোনা ভাইরাস প্রতিরোধকল্পে ও নগরবাসীকে স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করার লক্ষে চসিকের ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ম্যজিস্টেটগণ।

অভিযানে সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করার পাশাপাশি নগরবাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা প্রদান করেন তারা।

তাদেরকে সহায়তা করেন সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদস্যবৃন্দ।

আরএস/এমআই

এই বিভাগের আরও খবর