chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

মাজারের সামনে চলত পারভেজের ইয়াবা ব্যবসা!

নিজস্ব প্রতিবেদক: ইয়াবা বিক্রি ও পাচারের জন্য সময়ে সময়ে বিভিন্ন কৌশল পাল্টেছেন মাদক ব্যবসায়ীরা। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার পরও থেমে নেই ইয়াবা বিক্রি। নিরাপদে দেদারসে ইয়াবা বিক্রির জন্য মো. পারভেজ (৩৭) নামে এক মাদক ব্যবসায়ী বসে পড়লেন মাজারের সামনে। তবে শেষ রক্ষা হয়নি তার।

রবিবার (৪ জুলাই) গভীর রাতে নগরের ডবলমুরিং থানার পূর্ব মুহুরীপাড়া সংলগ্ন দরবারে ফাহিমিয়া নেজামিয়া চিশতীয়া আল-কাদেরিয়া মাজারের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার পারভেজ (৩৭) একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোহাম্মদ মহসীন বলেন, মাদক বিক্রির সুবিধার জন্য সে মাজারের সামনে বসেই ইয়াবা বিক্রি করতো। গোপন সংবাদ পেয়ে নিশ্চিত হয়ে তাকে মাজারের সামনে থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের সময় তার দেহ তল্লাশি করে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এর আগে হালিশহর থানার ট্যাক্সিম হাজীর মাজারের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়েছিল।

আরকে/এমআই

এই বিভাগের আরও খবর