chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ফিলিপাইনে বিমান বিধ্বস্ত, নিহত ১৭

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিপাইনে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ১৭ জন নিহত হয়েছেন। বিমানটিতে কমপক্ষে ৯২ জন আরোহী ছিলেন।

রবিবার (৪ জুলাই) দেশটির সুলু প্রদেশের জোলো দ্বীপে অবতরণের সময় বিমানটি বিধ্বস্ত হয়।

এখন পর্যন্ত ৪০ জনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান দেশটির সামরিক বাহিনীর প্রধান সারসিলিতো সোবেয়ানা। এখনো উদ্ধার অভিযান চলছে। খবর আলজাজিরার।

তিনি আরও বলেন, উদ্ধার কাজ জারি রয়েছে। উদ্ধার হওয়া ব্যক্তিদেরকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে দুর্ঘটনার কবলে পড়া বিমানটি জ্বলতে থাকায় উদ্ধার কাজে অসুবিধায় পড়তে হচ্ছে উদ্ধারকারীদের।

সারসিলিতো সোবেয়ানা আরও বলেন, অবতরণের আগে রানওয়ের পথ থেকে বিচ্যুত হয় বিমানটি। এরপরই এটি আছড়ে পড়ে। সুলু প্রদেশের উপকূলবর্তী পাতিকূলে স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে বিধ্বস্ত হয় সি ১৩০ বিমানটি।

চখ/এএমএস

এই বিভাগের আরও খবর