chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

মাদক নির্মূলে শিক্ষার্থীদের সৃজনশীল কাজে সম্পৃক্ত করতে হবে

নিজস্ব প্রতিবেদক : যুব-সমাজকে মাদকের ছোবল থেকে দূরে রাখতে এবং কিশোর গ্যাং নির্মূলে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশের ওপর গুরুত্ব দিয়েছেন বক্তারা।

রোববার (১৩জুন) বিকাল পাঁচটায় নগরের ডবলমুরিং থানার ধনিয়ালাপাড়ায় এলাকার এক সমাবেশে অংশ নিয়ে বক্তারা এসব কথা বলেন।

সমাবেশে ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন, নগরের ২৩ নং উত্তর পাঠানটুলী ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ জাবেদসহ এলাকার বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

সমাবেশে কাউন্সিলর মোহাম্মদ জাবেদ বলেন, ঘুরে ফিরে ধনিয়ালাপাড়ায় মাদকের অবাধ প্রবাহের কথা শুনতে পাই। মাদকের ও সন্ত্রাসের কারণে উঠতি বয়সী তরুণরা বিপথে চলে যাচ্ছে। কয়েকজন মিলে তৈরি করেছে কিশোর গ্যাং।

তারা বিভিন্ন অপকর্মের সাথে নিজেদের নিয়োজিত করে ফেলছে। অনেকক্ষেত্রে অভিভাবকদের উদাসীনতার কারণে শিক্ষার্থীরা এমন কাজে জড়িয়ে পড়ছেন। মাদক নির্মূলে এলাকাবাসীকে সচেতন হতে হবে। একইসঙ্গে অভিভাবকদের সন্তানদের গতিবিধি নজরে আনতে হবে।সন্তানদের খেলাধুলায়সহ সৃজনশীল কাজে যুক্ত করতে হবে।

সমাবেশে ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি এলাকাবাসীকে এগিয়ে আসার আহ্বান জানান।

এসময় এলাকাবাসীর মধ্যে আলহাজ্ব আবদুস শুক্কুর, মুহাম্মদ ইব্রাহিমসহ প্রমুখ বক্তব্য রাখেন।

আরকে/এএমএস/চখ

এই বিভাগের আরও খবর