chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

হাটহাজারীতে উদ্ধার হওয়া ১২ ফুট লম্বা অজগর বনে অবমুক্ত

নিজস্ব প্রতিবেদক: হাটহাজারী উপজেলায় উদ্ধার হওয়া ১২ ফুট লম্বা একটি অজগর সাপ বনে অবমুক্ত করা হয়েছে।

আজ মঙ্গলবার (৮ জুন) বিকালে স্থানীয় রেঞ্জ কর্মকর্তা ফজলে কাদের চৌধুরীর নেতৃত্বে হাটহাজারী রেঞ্জের আওতাধীন গহীন বনে সাপটি অবমুক্ত করা হয়।
বন বিভাগ সূত্রে জানা যায়, মঙ্গলবার উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া বোর্ড স্কুল এলাকার একটি কৃষি জমিতে ১২ ফুট দৈর্ঘ্যের অজগর সাপটি দেখতে পেয়ে স্থানীয়রা আতঙ্কে সাপটিকে আঘাত করে।

পরে খবর পেয়ে স্থানীয় বন বিভাগ সাপটিকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা প্রাণী সম্পদ অফিসে চিকিৎসা করে মঙ্গলবার বনে অবমুক্ত করে।

বন বিভাগ হাটহাজারী রেঞ্জের কর্মকর্তা ফজলে কাদের চৌধুরী জানান, গহীন বনে অজগর সাপের জন্য উপযুক্ত পরিবেশ এবং খাদ্য থাকায় চারিয়া থেকে আহত অবস্থায় উদ্ধার ১২ ফুট দৈর্ঘ্যের অজগর সাপটিকে চিকিৎসা শেষে বনে অবমুক্ত করা হয়।

এসএএস/এমআই

এই বিভাগের আরও খবর