chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ছিনতাইয়ের ৯ ঘন্টার মধ্যে পুলিশের হাতে ধরা!

নিজস্ব প্রতিবেদক: নগরীর আকবরশাহ থানাধীন ডিটি রোডের পূর্ব পাশে নিউ মনসুরাবাদস্থ কর্নেলহাট মদিনা মার্কেটের সামনে ছিনতাকারীর কবলে পড়েন মো. খাইরুল ইসলাম নামে এক ব্যক্তি।

গতকাল রবিবার বিকেল সাড়ে ৩ টার সময় তিনি অফিসের কাজে ঢাকা যাওয়ার উদ্দেশে রিক্সাযোগে অলংকার বাস কাউন্টারে যাওয়ার পথে তিনি ছিনতাইয়ের শিকার হন।

অস্ত্রের ভয় দেখিয়ে তার কাছ থেকে নগদ আট হাজার টাকা ও দামি একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। বাধা দিলে ছুরিকাঘাতও করা হয় তাকে।

তবে ছিনতাইকৃত মালামাল বেশিক্ষণ নিজেদের হেফাজতে রাখতে পারেনি ছিনতাইকারীরা। পুলিশের হাতে ধরা পড়ে তারা।

এ তথ্য নিশ্চিত করেছেন আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির হোসেন। তিনি জানান, ছিনতাইয়ের শিকার এক ব্যক্তির অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে।

ফুটেজে ছিনতাইকারীকে শনাক্ত করে রাত সোয়া ১২টার দিকে ওই এলাকার কর্নেল জোন্স রোডস্থ ভ্যানগার্ড গার্মেন্টস এর সামনে থেকে ওই ছিনতাইকারীকে আটক করা হয়।

আটক ছিনতাইকারীর নাম মো. সম্রাট (২০)। এসময় তার কাছ থেকে ছিনতাইকৃত টাকা ও মোবাইল ফোন ছাড়াও ছিনতাইকাজে ব্যবহৃত একটি টিপ ছোরা উদ্ধার করা হয়।

থানায় নিয়মিত মামলা দায়েরের পর তাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি মো. জহির হোসেন।

আরএস/এমআই

এই বিভাগের আরও খবর