chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

রাজধানীতে রিকশাচালককে মারধর, আটক ১

ডেস্ক নিউজ: রাজধানীর ধোলাইকালে এক দরিদ্র রিকশাওয়ালাকে মারধর করার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

আজ শুক্রবার (৪ জুন) বিকেলে লালমোহন সাহা স্ট্রীটের একটি বাড়ি থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক-এআইজি (মি‌ডিয়া) মো. সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, একজন সংবাদকর্মী বাংলাদেশ পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইংকে সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি ভিডিও লিংক পাঠান।

সেই ভিডিওতে দেখা যায়, সূত্রাপুর থানা ও ওয়ারী থানার সীমান্তবর্তী একটি স্থানে এক রিকশাচালক বৃষ্টিতে ভিজে একজন যাত্রী আসার পর একটু রেস্ট নিচ্ছেন।

এসময় ওই লোক রিকশায় উঠে তাকে চালাতে বলেন। তখন চালক তাকে বলেন অন্য রিকশায় যান। এতে ক্ষিপ্ত হয়ে সে দরিদ্র রিকশাচালককে গালাগালি ও এক পর্যায়ে বেধড়ক মারধর করতে থাকে।

কয়েকজন পথচারী এর বিরোধিতা করলেও সে এসব কথায় কান না দিয়ে একাধারে মারধর করতে থাকে। পরে ওই সংবাদকর্মীর মাধ্যমে ঘটনাটি জানার পর ঘটনাস্থল শনাক্ত করে স্থানীয় থানাকে ব্যবস্থা নিতে বলা হয়।

গত দুদিন অভিযান চালিয়ে আজ বিকালে লালমোহন সাহা স্ট্রীটের একটি বাড়ি থেকে তাকে আটক করে ওয়ারী থানা পুলিশ।

আটককৃত ব্যক্তির বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক-এআইজি (মি‌ডিয়া) মো. সোহেল রানা।

আরএস/এমআই

এই বিভাগের আরও খবর