chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

কক্সবাজারে দুই পক্ষের গোলাগুলিতে নিহত ১, আহত ২

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারে দুই সন্ত্রাসী বাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে একজন নিহত ও দুইজন আহত হয়েছেন। আহতরা কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে।

আজ সোমবার (৩১ মে) বিকেলে দক্ষিণ রুমালিয়ারছড়াস্থ সিকদার বাজার এলাকায় শহরের আলোচিত দুই গ্রুপ আশু আলী ও রায়হান বাহিনীর মধ্যে এ গোলাগুলির ঘটনা ঘটে।

কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ার হোসেন জানান, বিজিবি ক্যাম্প এলাকার আশু আলী বাহিনীর সাথে রুমালিয়ারছড়া এলাকার রায়হান বাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে।

এসময় একজন গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। তবে তার নাম-পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ নিহতের মরদেহ উদ্ধার করেছে।

তিনি বলেন, এ ঘটনায় ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয়েছে আরও দু’জন। এরমধ্যে রায়হান বাহিনীর প্রধান রায়হান ও তার সহযোগী আনজুমানও রয়েছে। আহত-নিহত তিনজনই রায়হান গ্রুপের।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর