ষোলশহরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক : নগরীর ষোলশহর মাষ্টার কলোনি এলাকায় পুকুরে ডুবে জালাল হোসেন (১৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (৩১ মে) বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের বাবা আমীর হোসেন বলেন, জালাল হোসেন বেশ কিছুদিন ধরে শারীরিকভাবে অসুস্থ। সে শারীরিক অসুস্থতার কারণে মাঝেমধ্যে অজ্ঞান হয়ে যেত।
সোমবার সকালে পুকুরে গোসল করতে গেলে সেখানে অজ্ঞান হয়ে ডুবে যায়। খবর পেয়ে দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ছেলেকে বাঁচাতে পারলাম না।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া বলেন, বাসার সামনে পুকুরে গোসল করতে গেলে সেখানে অজ্ঞান হয়ে পানিতে ডুবে যায় শিশু জালাল।
পরে তাকে পানিতে ভাসমান অবস্থায় উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এসএএস/এমআই