chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

অর্থ আত্মসাৎ ও প্রতারণা মামলায় রিজেন্টের সাহেদ ৩ দিনের রিমান্ডে

চট্টগ্রাম ডেস্ক : রিজেন্ট গ্রুপ এবং রিজেন্ট কেসিএস লিমিটেডের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিমকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন চট্টগ্রামের একটি আদালত।

আজ সোমবার ( ১৭ মে) দুপুরে নগরীর ডবলমুরিং থানায় দায়েরকৃত অর্থ আত্মসাৎ ও প্রতারণার মামলায় সাহেদের বিরুদ্ধে এ রিমান্ড মঞ্জুর করে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ষষ্ঠ আদালত মেহনাজ রহমান।

নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবুদ্দিন আহমেদ জানান, মামলার তদন্ত কর্মকর্তা ৭ দিনের রিমান্ড আবেদন করেছিলেন। শুনানি শেষে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

বর্তমানে অপর এক মামলায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে থাকায় শুনানির সময় সাহেদ আদালতে উপস্থিত ছিলেন না।

গত ১৩ জুলাই ডবলমুরিং থানায় সাহেদের বিরুদ্ধে নগদ ৩২ লাখ এবং চেকের মাধ্যমে ৫৯ লাখ ২৫ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ এনে মেগা মার্ট মোটরসের মালিক জিয়া উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীরের পক্ষে মামলাটি দায়ের করেন মো. সাইফুদ্দিন।

২০১৭ সালের ২২ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চের মধ্যে মো. সাহেদ টাকাগুলো হাতিয়ে নেন বলে এজাহারে উল্লেখ করা হয়।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর