chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

রাউজানে ফজলে করিমের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি, যুবলীগ নেতা গ্রেফতার

চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর নাম ভাঙ্গিয়ে প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে থানায় দায়েরকৃত মামলায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার রাত পৌণে ১১টায় হলদিয়া ইউনিয়নের উত্তর সর্তা এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করেছে।

গ্রেফতার ব্যাক্তির নাম হাসান মুরাদ রাজু (৩৮)। সে উপজেলা যুবলীগের সহ-সম্পাদক ও হলদিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এবং হলদিয়া ইউনিয়নের উত্তর সর্তা গ্রামের ইয়ারেরর বাড়ীর পীর আবুল কালামের ছেলে বলে জানা গেছে।

আজ সোমবার বিকেলে গণমাধ্যমকে গ্রেফতারের তথ্যটি নিশ্চিত করেছেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুন।

তিনি বলেন, গ্রেফতার রাজু ইয়াবা ব্যবসা, স্বর্ণ চোরাচালান, প্রতারণা ও চাঁদাবাজির সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে রাউজান থানায় একাধিক মামলা রয়েছে।

সম্প্রতি তার বিরুদ্ধে রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর নাম ভাঙিয়ে প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে মামলা করেন শিল্পী মহাজন নামে এক ভুক্তভোগী নারী।

ওই মামলা রবিবার রাতে হলদিয়া ইউনিয়নের উত্তর সর্তা এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। সোমবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানায় ওসি।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর