সাবেক বিসিবি সভাপতির মৃত্যু
ডেস্ক নিউজ: মারা গেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি কামাল জিয়াউল ইসলাম (কে.জি ইসলাম)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।
সোমবার (৩ মে) বিকেল ৩টা ৫৫ মিনিটে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি নির্মাণ ইন্টারন্যাশনালের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।
১৯৮৩ সালের ৩০ জানুয়ারি থেকে ১৯৮৭ সালের ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত বিসিবির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
কে জি ইসলামের আমলেই বাংলাদেশ প্রথম আন্তর্জাতিক ম্যাচ (১৯৮৬ সালের এশিয়া কাপে) খেলার গৌরব অর্জন করে। তিনি ছিলেন বিসিবির চতুর্থ সভাপতি। বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপন হচ্ছেন ১৪তম।
এমআই/চখ