chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

করোনায় আবারও মৃত্যুর রেকর্ড ভাঙলো ভারত

আন্তর্জাতিক ডেস্ক : মহামারি করোনায় মৃত্যুতে প্রতিদিনই রেকর্ড ভাঙছে ভারত। গত একদিনে দেশটিতে ৩ হাজার ৬শ ৮৮ জনের মৃত্যু হয়েছে।

তবে গত ২৪ ঘন্টার ব্যবধানে শনাক্ত কিছুটা কমেছে। এই মহামারি ভাইরাসে শনিবার ৩ লাখ ৯২ হাজারের বেশি শনাক্ত হয়েছে দেশটিতে।

সংক্রমণ ঠেকাতে দিল্লিতে লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে। অক্সিজেনের চাহিদা মেটাতে শনিবার দিল্লিতে ১০০ টন অক্সিজেন পাঠিয়েছে বিভিন্ন রাজ্য।

এছাড়া ভারতকে ১২০টি ভেন্টিলেটর পাঠিয়েছে জার্মানি। আর ২৮ টন চিকিৎসা সরঞ্জাম দেয়ার ঘোষণা দিয়েছে ফ্রান্স। পর্যাপ্ত টিকা না থাকায় শনিবার থেকে সব প্রাপ্তবয়স্কদের টিকাদান কর্মসূচি শুরু করতে পারে নি দিল্লি।

শনিবার কেন্দ্র সরকারের কাছ থেকে সাড়ে ৪ লাখ টিকা পাওয়ায় সোমবার থেকে টিকা দেয়া শুরু করবে দিল্লি। এদিকে, শনিবার রাশিয়ার স্পুৎনিক-ভি’র দেড় লাখ ডোজের প্রথম চালান পৌঁছেছে ভারতে।

এছাড়া শিগগিরই ভারতেও উৎপাদন শুরু হবে বলে জানিয়েছেন ভারতে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত। পর্যায়ক্রমে ভারতেই বছরে ৮৫ কোটি ডোজ প্রস্তুত করা হবে।

চখ/এএমএস

এই বিভাগের আরও খবর