chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

গুজরাটের হাসপাতালে অগ্নিকাণ্ড, ১৮ জন করোনা রোগীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের গুজরাট রাজ্যের একটি হাসপাতালের করোনা ইউনিটে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে দগ্ধ হয়ে অন্তত ১৮ জন রোগীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩০ এপ্রিল) রাতে রাজ্যটির ভারুচ শহরের প্যাটেল ওয়েলফেয়ার হাসপাতালে ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, ভারুচ-জাম্বুসর মহাসড়কের পাশে অবস্থিত চারতলা ওই হাসপাতালটিতে করোনা রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছিল। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে হঠাৎ হাসপাতালটিতে আগুন লাগে। এতে অনেকে দৌড়ে বেরিয়ে আসতে সক্ষম হন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয়রা মিলে ৫০ জন রোগীকে উদ্ধার করে পাশের আরেকটি হাসপাতালে স্থানান্তর করেন।

আগুন লাগার পর ঘটনাস্থলেই ১২ জনের মৃত্যু হয়। আর দগ্ধ অবস্থায় হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও ছয়জন মারা যায়। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন ভারুচ পুলিশের এসপি রাজেন্দ্র সিং চুদাসামা।

ফায়ার সার্ভিস কর্মকর্তা শৈলেষ সানসিয়া জানিয়েছেন, হাসপাতালটির নিচতলায় করোনা ওয়ার্ডে ভয়াবহ এ আগুন লাগে। তবে ঘণ্টাখানেকের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং প্রায় ৫০ জন রোগীকে উদ্ধার করা হয়।

চখ/এএমএস

এই বিভাগের আরও খবর