chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

লোহাগাড়ায় ২৮ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: লোহাগাড়ায় ২৮ হাজার ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের থানার গেইট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত যুবকের নাম ইমতিয়াজ (২৮)। সোমবার (২৬ এপ্রিল) ভোরে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়।

লোহাগাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৮ হাজার ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর