chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

করোনামুক্ত হয়ে কর্মস্থলে ফিরলেন চট্টগ্রাম সিভিল সার্জন

চট্টলা ডেস্ক : মহামারী করোনা আক্রান্ত হয়ে দীর্ঘদিন নগরীর বেসরকারি হাসপাতাল পার্ক ভিউতে চিকিৎসা নিয়েছেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেখ ফজলে রাব্বি।

অবশেষে দীর্ঘ ২৫ দিন পর গত বৃহস্পতিবার তার করোনা রিপোর্ট নেগেটিভ আসে। এরপর আরো একদিন বাসায় রেস্ট নিয়ে আজ তিনি নিজ কর্মস্থলে ফিরেছেন।

এসময় সিভিল সার্জন কার্যালয়ে উপস্থিত কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুল দিয়ে অভিনন্দর ও শুভেচ্ছা জানান। এসময় ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ আসিফ খান, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. মোহাম্মদ নুরুল হায়দার, মেডিকেল অফিসার ডা. মোঃ ওয়াজেদ চৌধুরী অভি উপস্থিত ছিলেন।

তাছাড়াও মেডিকেল অফিসার ডা. মোঃ নওশাদ খান, ডা. রুমি দাশ, ডা. পলাশ কান্তি কর, ডা. আদিব ইসমাইল, নুসরাত জাহান, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা সুমন চন্দ্র দেবনাথ ও জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া ফুল দিয়ে করোনামুক্ত সিভিল সার্জনকে শুভেচ্ছা জানান।

পরে বিকেলে স্বাস্থ্য বিধি মেনে শোকরানা ও দোয়া মাহফিল পরিচালনা করেন সিভিল সার্জন কার্যালয মসজিদের ইমাম মো নুরুল আলম।

উল্লেখ্য : গত ২৯ মার্চ ২০২১ ইংরেজি তারিখে করোনা আক্রান্ত হন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেখ ফজলে রাব্বি।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর