chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

রাঙ্গুনিয়ায় হাতি শাবকের মৃত্যু,মাটি চাপা দিল বনবিভাগ

চট্টলা ডেস্ক : চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কাদা-মাটির গর্তে পড়ে এক হাতি শাবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। উপজেলার লট কোদালা মৌজার পাহাড় সংলগ্ন নুর হোসেন ঘোনা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আজ বৃহস্পতিবার সকালে রাঙ্গুনিয়া বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে ওই হাতি শাবকের মরদেহটি দেখতে পান।

গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করে রাঙ্গুনিয়া বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা মাসুম কবির জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে নুর হোসেনের ঘোনার একটি গর্ত থেকে মৃত অবস্থায় দশ থেকে এগারো মাস বয়সী একটি হাতি শাবক দেখতে পান।

তিনি ধারণা করছেন আগের দিন রাতের কোন সময়ে হাতির পালের সাথে আসা শাবকটি কাদা মাটি গর্তে পড়ে আর উঠতে পারেনি। সেখানেই মৃত্যু হয়।

তিনি বলেন, উপজেলা উপজেলা ভেটেরিনারি চিকিৎসকের উপস্থিতিতে হাতি শাবকটি মাটি চাপা দেন প্রাণিসম্পদ বিভাগের কর্মচারীরা।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর