chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে হেলে পড়েছে ৫ তলা ভবন, ঘিরে রেখেছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানা এনায়েত বাজারস্থ গোয়াল পাড়ায় ৫ তলা একটি ভবন হেলে পড়েছে।

আজ শনিবার (১০ এপ্রিল) রাত সাড়ে ১০টার সময় ভবন হেলে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে পুলিশ।

পরে ফায়ার সার্ভিস ও সিটি কর্পোরেশনে খবর দেয়া হলে দ্রুত ঘটনাস্থলে আসে দমকল বাহিনীর উদ্ধারকারী দল।

এসময় পুলিশের সহায়তা নিয়ে এনায়েত বাজারের গোয়ালপাড়াস্থ জনৈক কার্তিক ঘোষের মালিকানাধীন ৫ তলা ভবনের বাসিন্দাদের অন্যত্র নিরাপদে সরিয়ে নেওয়ার কাজ শুরু করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ নেজাম উদ্দিন। তিনি বলেন, গোয়ালপাড়া এলাকায় রাত সাড়ে ১০টার সময় একটি ভবন হেলে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে কোতোয়ালি থানা পুলিশের একটি টিম পাঠানো হয়েছে।

পৌণে ১১টার সময় ফায়ার সার্ভিস উদ্ধার টিম ও সিটি কর্পোরেশন পৌঁছেছে। তারা ভবনের বাসিন্দাদের সরিয়ে নেওয়া কাজে ব্যস্ত রয়েছে এবং পুলিশ ওই ভবনের বাসিন্দাদের মালামাল যাতে চুরি না হয় সে লক্ষ্যে পুরো ভবনটি ঘিরে রেখেছে।

স্থানীয়রা জানায় ওই ভবনটির মালিক জনৈক কার্তিক ঘোষ। এনায়েতবাজারস্থ ওই ভবনটিতে বর্তমানে তার ৫ ছেলে ও তাদের পরিবার বসবাস করেন। সম্প্রতি ভবনটির পাইলিং এর কাজ করতে গিয়ে এটি হেলে পড়ে।

আরপি/এএমএস/চখ

এই বিভাগের আরও খবর