chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বোমার ভয় দেখিয়ে ডাকাতির চেষ্টা: যুবকের ২ দিনের রিমান্ড

নিজস্ব প্রতিবেদক: বোমার ভয় দেখিয়ে ডাকাতির চেষ্টাকালে গ্রেফতার হওয়া যুবকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

গত বুধবার (৩১ মার্চ) নগরীর ইপিজেড থানার নেভাল অ্যাভিনিউর একটি বেসরকারি ব্যাংকে বোমা কাণ্ড ঘটায় তারিকুল ইসলাম নামের ওই যুবক।

এ ঘটনায় আজ বৃহস্পতিবার ( ১ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরোয়ার জাহানের আদালত তারিকুলের রিমান্ড মঞ্জুর করেন।

নগর পুলিশের সহকারী কমিশনার (এসি-প্রসিকিউশন) কাজী মো. শাহাবুদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মামলার তদন্ত কর্মকর্তা তারিকুল ইসলামকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশ জানায়, বুধবার বেলা তিনটার দিকে তারেকুল ইসলাম ব্যাংকে ঢুকে চারদিক রেকি করেন। পরে পকেটে হাত ঢুকিয়ে বোমার ভয় দেখিয়ে ব্যাংকের কর্মকর্তাদের কাছে ২০ লাখ টাকা দাবি করেন, অন্যথায় পকেটে রাখা বোমা ফাটিয়ে ব্যাংক উড়িয়ে দেওয়ার হুমকি দেন তিনি। ব্যাংকের কর্মকর্তারা তরুণের সঙ্গে কথা বলার ফাঁকে পুলিশে খবর দেন।

খবর পেয়ে পুলিশ, র‍্যাব ও নৌবাহিনীর সদস্যরা তাকে আটক করে। তবে তার কাছ থেকে কোনও বোমা পাওয়া যায়নি।

এমআই/চখ

এই বিভাগের আরও খবর