chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

প্রথমবার কর্ণফুলী বেসরকারি জেটিতে ভিড়লো কার্গো জাহাজ

ডেস্ক নিউজ: দক্ষিণ আমেরিকার দেশ পানামার পতাকাবাহী দিনা ওশান  কার্গো জাহাজ জাপানের চিবা বন্দর থেকে বিএসআরএম’র ১৫ হাজার ২২১ টন স্ক্র্যাপ নিয়ে কর্ণফুলী নদীর প্রথম বেসরকারি জেটিতে ভিড়েছে।

মঙ্গলবার (৩০ মার্চ) আনুমানিক  দুপুর সাড়ে ১২টায় জাহাজটিকে চট্টগ্রাম বন্দরের টাগবোটের সাহায্যে জেটিতে আনা হয়।

জানা গেছে, জাহাজটির দৈর্ঘ্য ১৫৪ ফুট  এবং সাড়ে ৯ মিটার ড্রাফটের।

এর পূর্বে গত ২৩ মার্চ পানামা পতাকাবাহী কার্গো জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে প্রবেশ করে। এক সপ্তাহ পর আজ (মঙ্গলবার) জাহাজটি সফলভাবে কর্ণফুলী ড্রাইডকের জেটিতে ভিড়ে।

উল্লেখ্য,  আনোয়ারার বদলপুর এলাকার মেরিন একাডেমি সংলগ্ন কর্ণফুলী ড্রাই ডক লিমিটেড প্রথমবারেরমত বেসরকারিভাবে জাহাজ ভেড়ানোর দুটি জেটি নির্মাণ করে। এর মধ্যে একটি জেটি আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হল। নির্মাণাধীন অন্য জেটিতে আগামী ১৫ দিন পর জাহাজ ভেড়ানো যাবে। প্রতিটি জেটি ১০৫ মিটার লম্বা। জেটিগুলোতে ১০ মিটার ড্রাফটের কার্গাে বা কনটেইনারবাহী জাহাজ ভিড়তে পারবে। মোট ৫০ একর জায়গায় নির্মিত এই জেটিতে থাকবে একটি কনটেইনার ইয়ার্ড।

তবে ভবিষ্যতে আরও জেটি বাড়ানোর পরিকল্পনা আছে বলে জানিয়েছেন কর্ণফুলী ড্রই ডক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার এমএ রশিদ।

ইনি/চখ

এই বিভাগের আরও খবর