chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

হরতাল সফল হয়েছে, জনগণ সাড়া দিয়েছে: বাবুনগরী

নিজস্ব প্রতিবেদক: শুক্রবার হেফাজত ইসলামের মিছিলে পুলিশ গুলি চালানোর প্রতিবাদে রবিবার (২৮ মার্চ) ডাকা হরতাল সফল হয়েছে বলে দাবি করেছেন সংগঠনটির আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী।

আজ বিকেলে হাটহাজারীতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।

আল্লামা জুনায়েদ বাবুনগরী গণমাধ্যমকে বলেন, গত ২৬ মার্চের শান্তিপূর্ণ মিছিলে পুলিশ গুলি চালায়। এর প্রতিবাদে হেফাজত ইসলামের পক্ষ থেকে হরতালের ডাক দেওয়া হয়।

‘সারাদেশে শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হয়েছে। এ হরতালে সাধারণ জনগণ সাড়া দিয়েছে।’

তিনি আরও বলেন, আশা করছি দেশে ইসলামবিরোধী কোনো কাজ হলে জনগণ ঝাঁপিয়ে পড়বে। হেফাজত বাধ্য হয়ে এ হরতালের ডাক দিয়েছে।

হরতাল চলাকালে নেতা-কর্মীদের ওপর হামলা চালানো হয়েছে দাবি করে হেফাজত আমির বলেন, বিভিন্ন জায়গায় আমাদের নেতা-কর্মীদের ওপর জুলুম নির্যাতন করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সরকারের প্রতি অনুরোধ এ হামলা যাতে বন্ধ করে।

‘যারা নিহত হয়েছে তাদের ক্ষতিপূরণ দিতে হবে, যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে এবং যারা গ্রেফতার হয়েছেন তাদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে। অন্যথায় সারা দেশের হেফাজত নেতা-কর্মীদের সঙ্গে আলোচনা করে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।’

এমআই/চখ

এই বিভাগের আরও খবর