chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

আমাদের জয়ের ক্ষুধা তীব্র: মাহমুদউল্লাহ

খেলা ডেস্ক: কিউইদের বিপক্ষে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। সিরিজটি ভুলে এবার ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটে ঘুরে দাঁড়াতে মরিয়া টাইগাররা।

আগামীকাল (২৮ মার্চ) হ্যামিল্টনে প্রথম টি-টোয়েন্টি দিয়ে মাঠে গড়াচ্ছে তিন ম্যাচের সিরিজ। যে সিরিজটি নিয়ে ভীষণ আশাবাদী অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

ওয়ানডে সিরিজে দলের পারফরম্যান্স নিয়ে হতাশা গোপন করলেন না টি-টোয়েন্টি অধিনায়ক। তিনি বলেন, ‘আশানুরূপ পারফর্ম করতে পারিনি, এ কারণে আমরা আশাহত। আমরা বিশ্বাস করি, দল হিসেবে সামর্থ্য অনুযায়ী আমরা পারফর্ম করতে পারিনি। তবে টি-টোয়েন্টি এমন একটা ফরম্যাট, যেখানে বড় দল-ছোট দল বলতে কিছু নেই।’

মাহমুদউল্লাহ যোগ করেন, ‘র্যাংকিংয়ের এক নম্বর দল হোক বা নয়-দশ নম্বর দল, নির্দিষ্ট দিনে যদি কোনো দল ভালো পারফর্ম করে, এক-দুইজন খেলোয়াড় ভালো পারফর্ম করে, দল হিসেবে যদি ব্যাটিং-বোলিং-ফিল্ডিং ঠিকমত করতে পারি, তাহলে যে কোনো দলকে হারাতে পারব।’

‘এটা আমাদের বিশ্বাস। টি-টোয়েন্টি ফরম্যাটটাই এমন। এটা একটা দিনের খেলা। যে ওই দিন ভালো করবে, তাদের পক্ষেই জেতা সম্ভব।’

মাহমুদউল্লাহ বলেন, ‘আমরা জানি এখানকার কন্ডিশন বরাবরই আমাদের জন্য চ্যালেঞ্জিং। ওয়ানডে সিরিজেও আমরা দেখেছি। তারা তাদের কন্ডিশনকে অনেক ভালোভাবে কাজে লাগিয়েছে।’

‘ব্যাটিং ইউনিট হিসেবে আমরা ভালো করতে পারিনি। যদিও আমাদের বোলাররা ভালো পারফর্ম করেছে। কিন্তু কিছু ভুল ফিল্ডিংয়ের কারণে ফলাফল পক্ষে আনতে পারিনি।’

তবে টি-টোয়েন্টিতে সেরাটা দিয়ে জয় তুলে নেয়ার চেষ্টা থাকবে দলের, আশ্বাস দিলেন অধিনায়ক, ‘টি-টোয়েন্টিতে কোনো ধরনের জড়তা ছাড়া ভয়ডরহীন ক্রিকেট যদি আমরা খেলতে পারি, তাহলে ফল আমাদের পক্ষে নিয়ে আসা সম্ভব।’

‘আমি বিশ্বাস করি, আমাদের জয়ের ক্ষুধা তীব্র আকারে আছে। আমরা এটার জন্য মুখিয়ে আছি। ইনশাআল্লাহ, কাল আমাদের সেরা ক্রিকেট খেলার চেষ্টা করব।’

এমআই/চখ

এই বিভাগের আরও খবর