chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সীতাকুণ্ডে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন

নিজস্ব প্রতিবেদক: ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মধ্য সীতাকুণ্ড উপজেলায় পালিত হচ্ছে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতীয় দিবস।

শুক্রবার (২৬ মার্চ) উপজেলা চত্বরে শহীদ মিনার ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে শুরু হয় সুবর্ণজয়ন্তী উৎসব।

সকালে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনের সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস.এম আল মামুন, উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়।

এছাড়াও পুষ্পমাল্য অর্পণ করেন সীতাকুণ্ড মডেল থানা, সীতাকুণ্ড প্রেসক্লাব, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ফায়ার সার্ভিস, আওয়ামী লীগ, ছাত্রলীগ, বিএনপিসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সংগঠনসহ বিভিন্ন সরকারী-বেসরকারী অফিসের নেতৃবৃন্দরা।

উপজেলা চত্বরে প্যারেড মাঠে কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন উপজেলা চেয়ারম্যান এস.এম আল মামুন। দুপুরে উপজেলা হল রুমে অনুষ্ঠিত হয় মুক্তিযুদ্ধাদের সংবর্ধনা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন রায়ের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক উপ কমিটির সদস্য, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য আলহাজ্ব দিদারুল আলম এমপি।

উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ শহীদ ভূইয়া ও সমাজসেবা কর্মকর্তা লুৎফুন্নেসা বেগমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, সীতাকুণ্ড সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এস এম আল মামুন, উপজেলা স্বাস্থ ও পরিবার করিকল্পনা কর্মকর্তা ডা: নুরউদ্দিন রাশেদ, সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো: নুরুল আলম দুলাল, উপজেলা শিক্ষা অফিসার নুরুচ্ছোফা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.নুর উদ্দিন, বারৈয়াঢালা ইউপি চেয়ারম্যান রায়হান উদ্দীন রেহান, ভাটিয়ারী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নাজিম উদ্দীন, সোনাইছড়ি ইউপি চেয়ারম্যান মোঃ মনির আহমেদ, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহ আল, বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ্যে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা কমান্ডার মুনির শাহ বাবুল, মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী সিরাজ।

আরএস/এমআই

এই বিভাগের আরও খবর